ঢাকা: পৃথিবীর পরিমণ্ডল ছাড়িয়ে এবার মহাশূন্যেও পৌঁছে গেলেন সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
সম্প্রতি মালালার নামে সৌরজগতের একটি গ্রহাণুর নামকরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মালালা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টুইট বার্তায় নামকরণের বিষয়টি জানানো হয়।
নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ড. অ্যামি মেইনজার ‘৩১৬২০১’ গ্রহাণুটির নামকরণ করেছেন ‘মালালা-৩১৬২০১’।
এ বিষয়ে মেইনজার বলেন, মালালার নামে গ্রহাণুর নামকরণ করতে পারাটা অনেক সম্মানের।
সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থানরত এ গ্রহাণুটি আবিষ্কার করেন মেইজার। এটি প্রতি সাড়ে পাঁচ বছরে একবার সূর্যের চারপাশ প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আরএইচ/এসএস