ঢাকা: ইতিহাসের দ্বিতীয় ও ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর বিদেশে প্রথম নারী কূটনীতিক নিয়োগ দিতে যাচ্ছে ইরান।
সোমবার (১৩ এপ্রিল) দেশটির সংবাদ সংস্থা ফার্স ও মেহরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
তবে নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে ও কোন দেশে নিয়োগ দেওয়া হবে, তা এখনো জানা যায়নি।
তবে বিশ্লেষ্করা মনে করছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখামকেই এই নিয়োগ দেওয়া হবে। দেশটির উচ্চ পর্যায়ের নারী ব্যক্তিত্বদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি পরিচিত বলে এই ধারণা করা হচ্ছে।
নিয়োগ পেলে ইরানের ইতিহাসে আখফামই হবেন দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। এর আগে সত্তরের দশকে দেশটির প্রথম নারী রাষ্ট্রদূত মেহরাঙ্গিজ দোলাতশাহি ডেনমার্কে তার দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের নির্বাচনে প্রচারণার সময় নারীর ক্ষমতায়নে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে ২০০৯ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দেশটির ইতিহাসে প্রথম নারী মন্ত্রীর নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ