ঢাকা: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় সাড়ে সাতাশ কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটিতে হুথি বিদ্রোহী দমনে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সামরিক অভিযানে নেতৃত্ব দেওয়া সৌদি আরব।
জাতিসংঘের আহ্বানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ‘র বরাত দিয়ে শনিবার জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ইয়েমেনের বর্তমান চিত্র তুলে ধরতে গিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জোহান্স ভ্যান ডার ক্লাউ বলেন, বেশিরভাগ পরিবারই স্বাস্থ্যসেবা,পানি, খাদ্য ও জ্বালানির অভাবে রয়েছে।
নতুন এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ১৯ মার্চের পর বর্তমান সময় পর্যন্ত ইয়েমেনে সাড়ে সাতশ’র বেশি মানুষ নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ।
এছাড়া উভয় পক্ষের সংঘর্ষের কবলে পড়ে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রাণভয়ে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/আরআই