ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ‘রহস্যময়’ রোগে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
নাইজেরিয়ায় ‘রহস্যময়’ রোগে নিহত ১৮

ঢাকা: ‘রহস্যময়’ রোগে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গত কয়েকদিনে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে।



বিশেষ করে, ওনডে প্রদেশের ওডে-ইরেলে শহরে এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

রহস্যময় এই রোগে আক্রান্ত হলে প্রথমে রোগীর দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যাথার সৃষ্টি হয়। আক্রান্ত হওয়ার কিছু সময়ের মধ্যে জ্ঞান হারিয়ে রোগী অচেতন হয়ে পড়ে ও চব্বিশ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা এরই মধ্যে রোগটি সনাক্ত করতে আক্রান্ত এলাকায় পৌঁছেছেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এই রোগ ইবোলা বা অন্য কোনো ভাইরাসজনিত রোগ নয় বলে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওনডে প্রাদেশিক সরকারের মুখপাত্র কেয়োডে একিনমেডে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র গ্রেগরি হার্টল জানিয়েছেন, নতুন এই রোগের প্রাদুর্ভাব ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে ঘটেছে।

এই রহস্যময় রোগ রোগীর কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমকে আক্রমণ করছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার স্বাস্থ্য কমিশনার ডেয়ো এডেয়ানজু।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।