ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হত্যার নতুন ভিডিও প্রকাশ আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
হত্যার নতুন ভিডিও প্রকাশ আইএসের ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের হত্যাকাণ্ডের নতুন এক ভিডিও প্রকাশ করেছে।

রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত এই ভিডিওতে লিবিয়াতে প্রায় ত্রিশজন ইথিওপীয় খ্রিষ্টানকে হত্যার দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



এবার লিবিয়ায় ইথিওপীয় চার্চ থেকে অপহরণ করা খ্রিষ্টানদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইএসের বার্তা বিভাগের লোগো সম্বলিত ২৯ মিনিট দীর্ঘ এই ভিডিওতে সাগরপাড়ে ১২ জনকে শিরোশ্ছেদ করে হত্যা ও অন্তত ১৬ জনের একটি দলকে মরুভূমিতে গুলি করা হত্যার দৃশ্য ধারণ করা হয়েছে।

এতে মুখোশ পরা বন্দুকধারী এক জঙ্গিকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইসলাম ধর্ম গ্রহণে নতুবা বিশেষ কর আদায়ের ব্যাপারে হুমকি দিতে দেখা গেছে।

ইথিওপীয় সরকার ভিডিওতে ধারণ করা নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী রেদওয়ান হুসেইন।

তীব্র নিন্দা জানিয়ে তিনি এ হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মীহান বলেছেন, লিবিয়া সংকট নিরসনে রাজনৈতিক পদক্ষেপের ব্যাপারে এই পাশবিকতা আবারো একবার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিল বিশ্বকে।

এর আগে গত ফেব্রুয়ারিতে একই কায়দায় ২১ জন মিশরীয় খ্রিষ্টানকে হত্যা করে ভিডিও প্রকাশ করে ইসলামিক স্টেট।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।