ঢাকা: ঘণ্টায় ছয়শ’ ৩ কিলোমিটার বেগে ছুটে গতির নতুন রেকর্ড গড়লো জাপানের বুলেট ট্রেন। এর আগে গত সপ্তাহে পাঁচশ’ ৯০ কিলোমিটার বেগে ছুটে রেকর্ড গড়েছিল এই ট্রেন।
পরীক্ষামূলক এক যাত্রায় গতির এ নতুন রেকর্ড গড়ে জাপানের ম্যাগনেটিক লেভিটেশান বুলেট ট্রেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বেলা পৌনে ১১টার কিছু সময় পর এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে সেন্ট্রাল জাপান রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইয়ামানাশি থেকে পরীক্ষামূলক যাত্রার শুরুর পর একটি টানেল অতিক্রমের সময় বুলেট ট্রেনটির গতি ঘণ্টায় ছয়শ’ ৩ কিলোমিটারে পৌঁছে। ঘঁড়ির কাঁটায় তখন ১০টা ৪৮ মিনিট।
গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পাওয়ার জন্য বিষয়টি গিনেস কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার এ ধরনের এক পরীক্ষায় ঘণ্টায় পাঁচশ’ ৯০ কিলোমিটার গতিতে ছোটে বুলেট ট্রেন। তবে মঙ্গলবারের গতি আগের গতির চেয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেশি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
জেডএস