ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক অভিযুক্ত

ঢাকা: ইরানে আটক ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের বিরুদ্ধে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ এনেছে দেশটি।

ওয়াশিংটন পোস্টের তেহরান করেসপন্ডেন্ট জ্যাসন রেজাইয়ানকে ইরান পুলিশ গত বছর জুলাইয়ে আটক করে বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



গত বছর ডিসেম্বরেই জেসনের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়। তবে এতদিন এসব অভিযোগ সবার অগোচরে ছিল বলে জানা গেছে।

সরকার বিরোধীদের সহযোগিতা ও অপপ্রচার চালানোর কথা বলে জেসনের বিরুদ্ধে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন জেসনের আইনজীবী।

এদিকে, জেসনের বিরুদ্ধে আনীত অভিযোগ ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এক বিবৃতিতে এ ঘটনাকে ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক মার্টিন ব্যারন। জেসনের স্ত্রী ইয়েগানেহ সালেহিকেও গত জুলাইয়ে আটক করা হয় বলে জানা গেছে। তিনিও একজন সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।