ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নির্বাচনে গুলিতে তৃণমূলকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
পশ্চিমবঙ্গে নির্বাচনে গুলিতে তৃণমূলকর্মী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের শুরুটা হলো রক্তপাতের মধ্যে দিয়ে। শনিবার (২৫ এপ্রিল) বর্ধমানে ভোট শুরুর পর পরই গুলিতে এক তৃণমূলকর্মী নিহত হয়েছেন।



অপর একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

|টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জেলার কাটোয়া বাসস্টান্ডের কাছে একটি ভোটকেন্দ্রে খুব কাছ থেকে ৩০ বছর বয়সী ইন্দ্রজিৎ সিংকে গুলি করে হত্যা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট সৌমিত্র মোহন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়াও রাজ্যের একাধিক স্থান থেকে গুলি, বুথ দখল ও এমনকি প্রার্থীকে অপহরণের অভিযোগও উঠেছে।

শনিবার সকাল ৭টা থেকে একযোগে পশ্চিমবঙ্গের ১৬ জেলার ৯১টি পৌরসভার নির্বাচন শুরু হয়।

** পশ্চিমবঙ্গের ৯১টি পৌরসভার ভোট শনিবার

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।