ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে চেরনোবিলের কাছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ইউক্রেনে চেরনোবিলের কাছে দাবানল ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বনভূমি এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে।

অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার বিষয়টি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন অ্যাভাকভ জানিয়েছেন, চেরনোবিলের বন্ধ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটা বনভূমির চারশ’ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এ আগুন।

অত্যাধুনিক ব্যবস্থাসহ দুই শতাধিক অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে তিনি এসময় জানান।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনিয়ান সোভিয়েত স্যোশালিস্ট রিপাবলিকের (বর্তমান ইউক্রেন) চেরনোবিল এলাকায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে। স্মরনকালের ভয়াবহ পারমানবিক দুর্ঘটনাগুলোর অন্যতম বলে একে মনে করা হয়। তখন থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।