ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় সেনাবাহিনীর হেলিকপ্টারে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ২, ২০১৫
মেক্সিকোয় সেনাবাহিনীর হেলিকপ্টারে গুলি, নিহত ৩

ঢাকা: একটি মেক্সিকান সেনাবাহিনীর হেলিক্প্টারে গুলিতে তিন সেনা নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জালিসকোর ওই ঘটনায় আরো ১২ জন আহত হয়।



মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক চোরাচালানিদের হামলার মুখে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

এক সরকারি কমকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জালিসকো নিউ জেনারেশন গ্রুপ নামে একটি সন্ত্রাসী সংগঠন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।  

এর আগে শুক্রবার শহরে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হন। এসময় যানবাহনে আগুন ও পেট্রোল স্টেশনে ভাঙচুর করা হয়। পরে বেশ কয়েকজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ।

শহরের মেয়র অ্যারিস্টোটেলস স্যানডোভাল বলেন, মাদক পাচারকারীদের আটকের জবাবে হেলিকপ্টারে গুলি চালানো হয়।

জালিসকো নিউ জেনারেশন মেক্সিকোয় সবচেয়ে ক্ষমতাবান সন্ত্রাসী সংগঠন। এরাই দেশটির অধিকাংশ মাদক পাচারের সঙ্গে জড়িত।

শহরে গত দুই মাসে মাদক পাচারকারীদের হামলায় ২০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।