ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইনস্টাইনের মগজের টুকরো প্রদর্শনীতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৫
আইনস্টাইনের মগজের টুকরো প্রদর্শনীতে

প্রদর্শনীতে দেওয়া হয়েছে আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক। যাতে দেখা যাচ্ছে টুকরো টুকরো করে কাটা তার মাথার মগজ।

মৃত্যুর ষাট বছর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খ্যাতিমান এই বিজ্ঞানির মস্তিষ্ক সাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মাটার মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে এই মস্তিষ্ক।

১৯৫৫ সালের ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন হাসপাতালে আইনস্টাইন যখন মারা যান তথন প্যাথলজিস্ট থমাস হার্ভে বিনা অনুমতিতে তার মস্তিষ্ক নিয়ে যান। এরপর তিনি সেগুলো টুকরো টুকরো করে ফেলেন।

মৃত্যুর আগেই আইনস্টাইন তার আত্মজীবনী রচয়িতাকে বলেছিলেন তার শরীরের হারগোড় যেনো ভষ্ম করে দেওয়া হয় নইলে লোকজন সেগুলো নিয়ে পুজো করা শুরু করবে।

মৃত্যুর পর যখন তার দেহভষ্ম দেলাওয়ার নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছিলো তখনই জানা গেলো তার মাথার মগজ ও চোখ দুটি পোড়ানোর সময় পাওয়া যায়নি।

জানা যায় থমাস হার্ভে তার মগজ খুলে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। এবং সেগুলো টুকরো টুকরো করে প্রখ্যাত সব নিউরো প্যাথলোজিস্টদের পাঠান।

২০১১ সালের নভেম্বর মাটার মিউজিয়ামে একটি ফোন কল আসে, তাতে জানানো হয় মস্তিষ্কের টুকরোগুলো দিয়ে হার্ভের তৈরি বাক্সগুলোর একটি পাওয়া গেছে।

৪৬টি অতিক্ষুদ্র টুকরো মগজের বাক্সটি মিউজিয়ামের পক্ষ থেকে সংগ্রহ করা হয়। সেটিই এখন প্রদর্শনীতে দেওয়া হয়েছে।

মিউজিয়ামের কিউরেটর আনা ধোডি বলেছেন, এখন থেকে আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের ওই বাক্সটি সাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে।

বিশ্ব সেরা মেধাবীর মস্তিষ্ক এক নজর দেখার জন্য আগ্রহ অনেকেরই রয়েছে, বলেন তিনি।

বাংলাদেশ ১৩৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।