ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম বিরোধী ষড়যন্ত্রের দায়ে জার্মানিতে আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
মুসলিম বিরোধী ষড়যন্ত্রের দায়ে জার্মানিতে আটক ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশব্যাপী অভিযান পরিচালনা করে মুসলিম বিরোধী ষড়যন্ত্রের দায়ে এক নারীসহ চারজনকে আটক করেছে জার্মান কর্তৃপক্ষ।

জার্মান ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (০৭ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সেক্সনিসহ চারটি প্রদেশে প্রায় আড়াইশ’ তদন্তকারী অভিযানে অংশ নেয় বলে ওই বিবৃতিতে জানানো হয়। অভিযানের সময় বেশ কিছু বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, আটক চার ব্যক্তি মসজিদ, বাসা-বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও জার্মানিতে মুসলিম কমিউনিটি নেতাদের ওপর হামলার পরিকল্পনা করছিল।

আটকরা হলেন, আন্দ্রেয়াস এইচ (৫৬), মার্কুস ডব্লিউ (৩৯), ডেনেসি ভেনেসা জি (২২) ও ওলফা ও (৪৭)।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আটকরা ‘ওল্ডস্কুল সোসাইটি (ওএসএস)’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে। এই সংগঠনের উদ্দেশ্য জার্মানিতে অবস্থানরত ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা পরিচালনা করা।

এরই অংশ হিসেবে তারা মুসলিম কমিউনিটির ওপর হামলার পরিকল্পনা করছিল।

আটকদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি ও বিস্ফোরক বহনের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।