ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মা দিবসে তিন নারীকে চমকে দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
মা দিবসে তিন নারীকে চমকে দিলেন ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: মা দিবসে তিন নারীকে টেলিফোন করে চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মে মাসের দ্বিতীয় রোববার (চলতি বছর ১০ মে) পালিত হয়ে যাওয়া ‘মা দিবস’কে সামনে রেখে গত বুধবার (০৬ মে) ওই তিন নারীকে ওবামা টেলিফোন করেন বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



যুক্তরাষ্ট্রের পৃথক তিন স্থানের ওই তিন নারীর মধ্যে মিল শুধু দু’টি বিষয়ে। প্রথমত, তারা কোনো না কোনো সন্তানের মা। আর দ্বিতীয়ত, তারা প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে মার্কিন প্রেসিডেন্টকে পৃথক তিনটি চিঠি লিখেছিলেন উত্তর পাওয়ার আশাবাদ ব্যক্ত করে।

কিন্তু তারা হয়তো কিছুতেই বুঝতে পারেননি, মার্কিন প্রেসিডেন্ট চিঠির উত্তর দিতে এমন একটা পরিকল্পনা এঁটে বসবেন। তিনি এসময় ওই তিন নারীকে ‘মা দিবস’ উপলক্ষে শুভেচ্ছা জানান বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই ফোন করার বিষয়টি রোববারের (১০ মে) আগে প্রকাশ করেনি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বারাক ওবামার মা অ্যান ডানহাম জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৫ সালে পরলোক গমন করেন। বর্তমানে ওবামা দম্পতি দুই মেয়ে সন্তানের গর্বিত বাবামা। প্রথমজনের নাম মালিয়া (১৬), আর দ্বিতীয়জন হলেন সাশা (১৩)।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।