ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে আবারও ৭.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
নেপালে আবারও ৭.৪ মাত্রার ভূমিকম্প ছবি : সংগৃহীত

ঢাকা: আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও এক ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল।

মঙ্গলবার (১২ মে) একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত।

এসময় রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রায় কেঁপে ওঠে নেপাল।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

মূল ভূমিকম্পের পর এরই মধ্যে নেপালে চারবার পরাঘাতের (আফটার শক) খবর পাওয়া গেছে।

এর আগে গত ২৫ এপ্রিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এ ঘটনায় নেপালে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এছাড়া অন্তত ১৬ হাজার আহত হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘ জানিয়েছে, ওই ভূমিকম্পে নেপালে প্রায় তিন লাখ বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৫/ আপডেট: ১৪১৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।