ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করলেন ওবামা ছবি: সংগৃহীত

ঢাকা: উপসাগরীয় বন্ধু রাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রয়োজনে সামরিক সাহায্যও দিতে চান তিনি।



ওয়াশিংটনের কাছে ক্যাম্প ডেভিডে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি উপসাগরীয় রাষ্ট্রের জন্য হুমকি নয়।

দুই দিনের এক সম্মেলন শেষে আরব নেতাদের উদ্দেশে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই- বাইরের ‌আক্রমণ থেকে রক্ষা করতে উপসাগরের বন্ধুদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।