ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ভাসমানদের আশ্রয় দেবে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
সাগরে ভাসমানদের আশ্রয় দেবে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সাগরে ভাসমান ভাগ্যান্বেষীদের আশ্রয় দেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।

বুধবার (২০ মে) দেশগুলোর পক্ষ থেকে আশ্রয়হীন অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আনিফাহ আমান, থাই পররাষ্ট্রমন্ত্রী তানসাক পাতিমাপারাগর্ন এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে সম্মত হয়েছেন।

প্রায় ৩ হাজার মায়ানমারের মুসলমান রোহিঙ্গা এবং বাংলাদেশি ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশের উপকূলে রয়েছেন।

** আরও ৩৭০ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ২০ মে, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।