ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের কাছ থেকে অর্থ নেয় এমকিউএম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ভারতের কাছ থেকে অর্থ নেয় এমকিউএম!

ঢাকা: পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ভারতের কাছ থেকে অর্থ নিয়েছে। বুধবার (২৪ জুন) দলটির কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ দাবি করে।

প্রতিবেদনটি প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মিডিয়ায় আলোচনা শুরু হয়।

পাকিস্তানের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এমকিউএম ভারত সরকারের কাছ থেকে অর্থ নিয়েছেন এ কথা যুক্তরাজ্যের কয়েকজন কর্মকর্তাকে জানায় দলটি। এরপর যুক্তরাজ্য ‘মানি লন্ডারিং’ অভিযোগ তুলে তদন্তে নামে।

একজন পাকিস্তানি কর্মকর্তা বিবিসিকে জানান, ভারত গত ১০ বছরে এমকিউএমের শত শত নেতাকর্মীকে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে।

ভারত সরকার বিবিসির প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তবে এমকিউএম কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির রাজনীতিতে প্রভাবশালী দল এমকিউএম। সংসদে তাদের ২৪টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।