ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে জঙ্গি সন্দেহে আটক ২৫১

আন্তর্জাতিক ডেস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
তুরস্কে জঙ্গি সন্দেহে আটক ২৫১ ছবি: সংগৃহীত

ঢাকা: দফায় দফায় হামলার পর তুরস্কজুড়ে জোরদার অভিযান চালিয়ে ২শ’ ৫১ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দেশের ১৩টি প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িতদের আটক করতে এ অভিযান চালানো হয়।

অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের বিষয়ে তুর্কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর। সন্ত্রাসীদের আটক করতে একযোগে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৫১ জনকে আটক করা হয়েছে।

গত ২০ জুলাই সুরুক শহরে আইএস জঙ্গিদের হামলায় প্রায় ৩০ জনের মৃত্যু এবং তারপর সিরিয়া সীমান্তে জঙ্গিদের হামলায় সৈন্য নিহত হওয়ার পর তুরস্ক এ অভিযানে নেমেছে।

হেলিকপ্টার সহযোগে অভিযানে নামা পুলিশ আইএস জঙ্গিসহ স্থানীয় সন্ত্রাসীদেরও পাকড়াও করে। এ অভিযান চলছে ইস্তাম্বুলের বিভিন্ন জেলায়ও।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।