ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরইমধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন।

 

শনিবার (৩০ নভেম্বর) আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

অবরুদ্ধ অঞ্চলটির সরকারি মিডিয়া অফিসের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, গত ২৪ ঘণ্টার হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।  

খবরে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরলস এ হামলায় আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে এক লাখ ৫ হাজার ৭০ জন।  

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।