ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় তিনতলা একটি পুরাতন ভবন ধসে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূত থেকে ১৬ জনকে উদ্ধার করা হলেও অন্তত ৬ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।



মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৭২ সালে নির্মিত ভবনটির সামনে ‘দুর্বল কাঠামো’ লেখা একটি নোটিশ ঝুলানো ছিল। কিছুদিন আগে ভবনটিকে ‘বিপদজনক’ ঘোষণা করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ভবনটির একাংশ ধসলেও পরবর্তী তা পুরোপুরি ধসে পড়ে। মঙ্গলবার দুপুরের পর প্রবল বর্ষণের কারণে ভবনটির ভিত নড়বড়ে হয়ে যাওয়ায় এটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।