ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত পাক বাহিনী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
‘যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত পাক বাহিনী’ ছবি: সংগৃহীত

ঢাকা: যেকোনো প্রকার হামলা মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান রাহিল শরিফ।

রোববার (০৬ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি কাশ্মীরকে দেশভাগের সময় এক ‘অমীমাংসিত’ ইস্যু বলেও মন্তব্য করেন।

ভারতের নাম উচ্চারণ না করে রাহিল শরিফ পরোক্ষভাবে হুমকি দিয়ে বলেন, এর জন্য স্বল্প বা দীর্ঘমেয়াদী যুদ্ধও দেখতে হতে পারে বিশ্বকে। প্রতিপক্ষকে এর জন্য চরম মূল্য দিতে হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ মন্তব্যের মাধ্যমে গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান দলবির সিং সুহাগের মন্তব্যের সরাসরি জবাব দিলেন রাহিল।

গত সপ্তাহে দলবির সিং বলেছিলেন, সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গ করছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরকে উত্তপ্ত করে তুলেছে দেশটি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।