ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে মিশরের কৃষিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
দুর্নীতির অভিযোগে মিশরের কৃষিমন্ত্রীর পদত্যাগ সালাহ এল-দিন মাহমুদ হেলাল

ঢাকা: পদত্যাগ করেছেন মিশরের কৃষিমন্ত্রী সালাহ এল-দিন মাহমুদ হেলাল। পদত্যাগের কিছু পরই তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারও করেছে পুলিশ।



সোমবার (০৭ সেপ্টেম্বর) মিশরের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মাহমুদ হেলালের পদত্যাগের খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি’র নির্দেশনা অনুযায়ী সদ্যসাবেক কৃষিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এ বিবৃতি প্রকাশের কিছু পরই দেশটির নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাহমুদ হেলালকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।