ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক জলসীমায় ১২ নৌকাসহ ৬৫ ভারতীয় জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
পাক জলসীমায় ১২ নৌকাসহ ৬৫ ভারতীয় জেলে আটক ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা বাহিনী পিএমএসএ তাদের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১২ নৌকাসহ ৬৫ ভারতীয় জেলেকে আটক করেছে।

শনিবার (৩ অক্টোবর) ভারতের গুজরাট উপকূলের কাছে পাকিস্তানি জলসীমা থেকে তাদের আটক করা হয়।

ভারতের জাতীয় মৎস্যজীবী ফোরামের (এনএফএফ) বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিচ্ছে।

এনএফএফের সচিব মনিষ লন্ডারি বলছেন, চলতি বছরের মধ্যে জেলে বন্দি হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি।

তিনি বলেন, ওখা ও পোড়বন্দর শহরের ওই জেলেরা ৪-৫ দিন আগে গুজরাট উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শনিবার তাদের বন্দি হওয়ার খবর পাই আমরা। নৌকাগুলোর মধ্যে ১১টি পোড়বন্দরের, অপরটি ওখা শহরের।

এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান এনএফএফ সচিব।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।