ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত চার সৈন্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ক’জন।

সোমবার (৫ অক্টোবর) কাশ্মীরের কুপবাড়া জেলার হান্দবাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে হান্দবাড়ার হাফরুড়া জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযানে যায় সেনাবাহিনী। এসময় সন্ত্রাসীরা সৈন্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। জবাবে পাল্টা গুলি ছুঁড়েন সৈন্যরাও। এতে চার সৈন্য নিহত হন।

এর আগে, লোলাব এলাকায় পরিচালিত অভিযানে এক সন্ত্রাসী নিহত হয় বলেও জানান সেনাবাহিনীর মুখপাত্র।

রোববার (৪ অক্টোবর) পুলবামা জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জয়শ-ই-মোহাম্মদের (জেইএম) দুই সদস্য নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।