ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়েতেমালায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গুয়েতেমালায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি বাড়ছেই ছবি: সংগৃহীত

ঢাকা: গুয়েতেমালায় ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় সবশেষ ১৫২ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ভূমিধসের ঘটনায় এখনও তিনশ’ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেজান্দ্রো মালদোনাদো।

এদিকে, এক টুইট বার্তায় প্রাদেশিক মর্গে শুকনো বরফের জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় রেড ক্রস।

এছাড়া সোমবার (০৫ অক্টোবর) ছোট আকারে আরো দু’টি ভূমিধসের ঘটনায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এক সংবাদ সম্মেলনে মালদোনাদো বলেন, মাটিচাপা পড়াদের উদ্ধার না করা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাবো। তবে এখন আর কেউ বেঁচে নেই, এটাই মূল কথা।

গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১৫ কিলোমিটার পূর্বে এল ক্যাম্ব্রে দস নামের একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।

এতে প্রাথমিকভাবে ২৬ জনের প্রাণহানি ও ৬শ’ জনের নিখোঁজের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পরবর্তীতে তা বেড়ে ৫৬, ৭৩ ও ১৩১ জনে দাঁড়ালেও সবশেষ ১৫২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়:০৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।