ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস’র ১২ স্থাপণায় রুশ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
সিরিয়ায় আইএস’র ১২ স্থাপণায় রুশ বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) কমান্ড সেন্টার, প্রশিক্ষণ শিবিরসহ ১২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।

মঙ্গলবার (০৬ অক্টোবর) এ হামলাগুলো পরিচালিত হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।



এসব হামলায় আইএস জঙ্গিরা আতঙ্কিত হয়ে পড়েছে দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, রুশ বাহিনীর এসইউ-৩৪, এসইউ-২৪এম ও এসইউ-২৫ যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। হামালায় দেইর-ইজ-জোর এলাকায় আইএস’র দু’টি কমান্ড সেন্টার ও ইদলিব প্রদেশে দু’টি ট্রেনিং ক্যাম্প ধ্বংস হয়েছে।

শুধুমাত্র আইএসকে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হচ্ছে উল্লেখ করে কোনাশেঙ্কভ জানান, আবাসিক এলাকাগুলো এড়িয়ে চলছে রুশ বিমানগুলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, সিরিয়ার লাতাকিয়া শহরের কাছে রুশ যুদ্ধবিমান এসইউ-৩৪ এর হামলায় আইএস’র দুর্গ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।