ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২

ঢাকা: চীনের পূর্বাঞ্চলে চিয়াংসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় খনিতে আটকা পড়েছেন আরও ৮ শ্রমিক।



শুক্রবার (০৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চিয়াংসি প্রদেশের ইয়াংজি কয়লা খনিতে ওই রাতে বিস্ফোরনের এ ঘটনা ঘটে। এতে খনিতে ১০ শ্রমিক আটকা পড়েন। পরে সেখান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।    

ওই প্রদেশের শাংরাও কাউন্টি এক অনলাইন বার্তায় জানায়, খনিতে বিস্ফোরণের বিস্তারিত কারণ জানা য‍ায়নি। উদ্ধারকর্মীরা আটক শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলেছে, েএ ঘটনায় খনির মালিককে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

চীনের কয়লা খনিগুলো বেশ ঝুঁকিপূর্ণ। সম্প্রতি চীনের কয়লা খনিনে বিস্ফোরণের ঘটনায় বেশ হতাহতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রাকিবুল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।