ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি হামলায় বাগদাদি আহত হওয়ার দাবি ইরানি মিডিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ইরাকি হামলায় বাগদাদি আহত হওয়ার দাবি ইরানি মিডিয়ার আবু বকর আল বাগদাদি / ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকি বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি মিডিয়া।

রোববার (১১ অক্টোবর) ইরাকের আনবার প্রদেশে সিরীয় সীমান্তবর্তী একটি এলাকায় বাগদাদির গাড়িবহরে এ হামলা চালানো হয় বলে দেশটির ‘ওয়ার মিডিয়া সেল’ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়।

আইএস নেতাদের এক বৈঠকে যোগ দিতে ইরাকের কারাবলা যাওয়ার পথে তার গাড়িবহরে বিমান হামলার ঘটনাটি ঘটে।

তবে এ বিবৃতিতে আইএসের এই শীর্ষ নেতার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি গাড়িবহরে অন্য কেউ হতাহত হয়েছে কি না, সে ব্যাপারেও কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, এ হামলায় বাগদাদি আহত হওয়া ছাড়াও তার তিন সহকারী নিহত হয়েছেন।

সংবাদসংস্থাটির খবরে বলা হয়, নিহতদের মধ্যে আইএসের শীর্ষস্থানীয় কমান্ডার আবু সায়েদ আল-কার্বুলি, জর্জিয়ায় জন্ম নেওয়া চেচেন নাগরিক আবু ওমর আল-শিশানি রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচ

** আইএস প্রধান বাগদাদির গাড়িবহরে বিমান হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।