ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ইরানের ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরান। দেশটির একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হয়।

এতে দেখা যায়, ভূগর্ভস্থ ঘাঁটির সংযোগকারী সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো ক্ষেপণাস্ত্রবাহী লরি।

ইরানের প্রভাবশালী রেভোল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এরোস্পেস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিযাদহ জানিয়েছেন, ইরানের বেশ কয়েকটি ঘাঁটি সংযোগকারী সুড়ঙ্গের মধ্যে এটি একটি।

দীর্ঘ এই সুড়ঙ্গ পর্বতের পাঁচশ মিটার গভীরে অবস্থিত। এর উচ্চতা ১০ মিটারের মতো হবে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

তিনি জানান, ইরানের প্রতিটা প্রদেশ ও শহরে এমন সুড়ঙ্গ রয়েছে, যেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, ২০১৬ সাল নাগাদ তরল ও কঠিন জ্বালানির নতুন প্রজন্মের মিসাইল মজুত শুরু হবে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিযাদহ বলেন, যারা ইরানের জন্য হুমকি হয়ে দাঁড়াতে চায়, তাদের এ ফুটেজ দেখা উচিত।

এদিকে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চলতি বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চায়না, রাশিয়া ও জার্মানির সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এ চুক্তির শতানুযায়ী, পরমাণু কর্মসূচি আংশিকভাবে স্থগিত করতে হবে ইরানকে। বিনিময়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে দেশটির ওপর থেকে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।