ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে আঘাতের পর দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় কপু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ফিলিপাইনে আঘাতের পর দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় কপু

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণ‍াঞ্চলে ব্যাপক তাণ্ডব চালানোর পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সুপার টাইফুন ‘কপু’।

সোমবার (১৯ অক্টোবর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



খবরে বলা হয়, রোববার (১৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘কপু’। এতে কমপক্ষে দুজন মারা গেছেন এবং ঘড়-বাড়ি ছেড়েছেন প্রায় ১৬ হাজার মানুষ।

খবরে আরও বলা হয়, কপুর আঘাতে কমপক্ষে ১২টি গ্রাম ডুবে গেছে। এছাড়াও ঘড়ের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে আরও জানা যায়, উত্তরাঞ্চলীয় লুজন অরোরা প্রদেশে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে। এ সময় এটির গতি ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটারের কাছাকাছি যা সোমবার (১৯ অক্টোবর) কমে গিয়ে দাড়াঁয় ঘণ্টায় ১৫০ কিলোমিটারে।

 ‘কপু’ স্থানীয়ভাবে ‘লান্দো’ নামে পরিচিত যা দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।