ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

ঢাকা: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লরি-বাস সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা) দিকে লিবোর্নে শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে খবরে বলা হয়, সংঘর্ষের পর বাস ও লরিতে আগুন ধরে যায়। অন্তত ৬০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ফ্রান্সের সুদ ওয়েস্ত নিউজপেপার জানিয়েছে, একদল বৃদ্ধ ছুটি কাটাতে বাসটিতে করে কোথাও যাচ্ছিলেন। এ ঘটনায় পাঁচজন বেঁচে গেছেন। নিহতদের ৩৮ জনই বাসের যাত্রী। দুর্ঘটনায় লরির চালকও নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫/আপডেট: ১৩২৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।