ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এজিয়ান সাগরে দুই নৌকাডুবিতে ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এজিয়ান সাগরে দুই নৌকাডুবিতে ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: এজিয়ান সাগরে গ্রিক উপকূলের কাছে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকা দু’টি তুরস্ক থেকে গ্রিসের দিকে যাচ্ছিল।



শুক্রবার (৩০ অক্টোবর) এজিয়ান সাগরের পূর্বাঞ্চলে নৌকা দু’টি ডুবে যায়। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১৪৪ জনকে।

গ্রিসের বাণিজ্যিক জাহাজ চলাচল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম নৌকাডুবির ঘটনাটি ঘটে কালিমনস দ্বীপের কাছে। এতে ১৮ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩৮ জনকে। দ্বিতীয় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে রোডস দ্বীপের কাছে। এতে তিনজন নিহত হন আর জীবিত উদ্ধার করা হয় ছয়জনকে।

এর আগে, গত বুধবার (২৮ অক্টোবর) গ্রিক লেসবস দ্বীপের কাছে অপর এক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় তিন অভিবাসন প্রত্যাশীর। এ ঘটনায় প্রায় আড়াইশ জনকে জীবিত উদ্ধার করে গ্রিক কোস্টগার্ড।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে এবং এখান থেকে মধ্য ও উত্তর ইউরোপে তৈরি হয় তাদের সবচেয়ে বড় স্রোত।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫/আপডেট: ১৩২২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।