ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৪০ লাখ মশা ধরেছেন যে বিস্ময় নারী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
৪০ লাখ মশা ধরেছেন যে বিস্ময় নারী!

তাইপে: প্রশ্ন - ৪০ লাখ মশার ওজন কত হতে পারে? উত্তর - ১.৫ কেজি। কিছুদিন আগে এই প্রশ্নের উত্তর জানা তো দূরের কথা, এধরনের প্রশ্ন করাকেও নিঃসন্দেহে পাগলামি বলে আখ্যায়িত করা হতো।

তবে সময় বদলেছে। আর এর অবদান তাইওয়ানের বিস্ময় নারী হুয়াং ইউ-ইয়েন এর।

যে কাজ তিনি করে দেখিয়েছেন তা আপনার-আমার অনেকেরই চিন্তার বাইরে। সহজ কথায়, হুয়াং মোট ৪০ লাখ মশা ধরেছেন! আর এ অসম্ভবকে সম্ভব করতে তাঁর সময় লেগেছে মাত্র ১ মাস!

এ কাজ করে তিনি শুধু তাইওয়ানের মশার বংশ ধ্বংশে ঐতিহাসিক অবদান রাখেননি। জিতে নিয়েছেন নগদ ৩ হাজার মার্কিন ডলার।

কীট-পতঙ্গ ধরার ফাঁদ বানায় এমন একটি কোম্পানি ‘ইমবিকটাস ইন্টারন্যাশনাল’ এর আয়োজিত প্রতিযোগীতায় জয়ী হওয়ার জন্যই এ কাজ করেছেন হুয়াং। আরো অনেকেই এই প্রতিযোগীতায় অংশ নিলেও, হুয়াং এর নিকটতম প্রতিদ্ধন্ধী এর অর্ধেক সংখ্যক মশা ও ধরতে পারেননি।

এদিকে মানুষ জাতির দুশমন মশার সবচেয়ে সফল হত্যাকারী হিসেবে হুয়াং এর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভূক্ত করার জন্য কোম্পানিটি গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।

তাইওয়ানে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ানোর কারণে মশাকে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝূঁকি বলে বিবেচনা করা হয়।

তবে হুয়াং যদি এভাবেই মশা মারা চালিয়ে যেতে থাকেন তবে তাইওয়ানের মশাদের খবর আছে!

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫.৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।