ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

মূল হোতাকে ধরতে পুলিশের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মূল হোতাকে ধরতে পুলিশের তল্লাশি ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসের উত্তরে সেন্ট ডেনিসে ব্যাপক গুলির আওয়াজ শোনা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) প্যারিস হামলার ঘটনায় ওই এলাকায় পুলিশি তল্লাশির সময় এ গুলির আওয়াজ পাওয়া যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ফরাসি টেলিভিশন স্টেশন বিএফএমটিভি জানিয়েছে। পুরো এলাকায় হেলিকপ্টার দিয়েও চালানো হচ্ছে তল্লাশি।

প্যারিস হামলায় জড়িত হামলাকারী ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন এমন সন্দেহে বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সেখানে তল্লাশি চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় বলে পুলিশ সূত্র জানায়।

স্থানীয় সময় রাত সাড়ে ৪টার দিকে গুলির আওয়াজ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। দু’একজন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি ছুড়ে বলেও জানান তারা।

এদিকে, সূত্রের বরাত দিয়ে এ ঘটনায় দু’জন নিহতের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী রয়েছেন কি-না সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। এছাড়া তিন পুলিশ সদস্য আহত হওয়ার কথা বলছে আলজাজিরা।

প্যারিস হামলায় জড়িত আবদেলহামিদ আবাউদ ও সালাহ আব্দেসলামকে খুঁজতে পুলিশের এ তল্লাশি বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

সেন্ট ডেনিসের ডেপুটি মেয়র স্টিপেন পিউ স্থানীয়দের ঘরে অবস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, এটা কোনো হামলা নয়, পুলিশি তল্লাশি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ১২৪৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।