ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে তিন মাসের জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফ্রান্সে তিন মাসের জরুরি অবস্থা ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রস্তাবের অনুমোদন দেন ফরাসি সংসদ সদস্যরা।

এর আগে পার্লামেন্টে কথা বলার সময় ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস হুঁশিয়ারি দেন, জঙ্গিরা ফের ফ্রান্সে হামলা চালাতে পারে। এবার তারা রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহার করতে পারে।

শুক্রবারের (১৩ নভেম্বর) প্যারিস হামলা প্রসঙ্গে তিনি বলেন, এ হামলার পরিকল্পনা করা হয় সিরিয়া ও বেলজিয়ামে।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা বলেন।

দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় শতাধিক নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও তিন শতাধিক। এ ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করেন ফ্রাঁসোয়া ওলাঁদ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৭৫৬ ঘণ্টা
আরএইচ

** ফ্রান্সে রাসায়নিক হামলার শঙ্কা প্রধানমন্ত্রীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।