ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শতাব্দির সবচেয়ে বড় হিরার সন্ধান মিললো বতসোয়ানায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শতাব্দির সবচেয়ে বড় হিরার সন্ধান মিললো বতসোয়ানায়

ঢাকা: শতাব্দির সবচেয়ে বড় হিরকখণ্ডের সন্ধান মিলেছে বতসোয়ানার একটি খনিতে। এক হাজার ১১১ ক্যারেটের উঁচু মানের এই হিরাটি পাওয়া গেছে স্টকহোমভিত্তিক লুকারা ডায়মন্ড কর্পোরেশনের খনিতে।



এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বতসোয়ানায় কারোউই খনির দক্ষিণাংশে পাওয়া যায় এটি। বিশ্বে এ পর্যন্ত পাওয়া হিরকখণ্ডগুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম এবং আধুনিক খনি ব্যবস্থায় এটিই বৃহত্তম।

এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিশ্বের বৃহত্তম হিরাটি। তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান এই হিরাটি পাওয়া যায় প্রেতোরিয়ার কাছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরকসমৃদ্ধ দেশ বতসোয়ানা। আর সম্প্রতি পাওয়া যাওয়া হিরকখণ্ডটি দেশটিতে পাওয়া বৃহত্তম বলে জানিয়েছে লুকারা।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী উইলিয়াম ল্যাম্ব বলেছেন, হিরকখণ্ডটি উঁচু মানসম্পন্ন। শতাব্দির সবচেয়ে বড় হিরা বলে একে সম্বোধন করলেও অত্যুক্তি করা হবে না।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।