ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে চ্যালেঞ্জ জানালেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মোদীকে চ্যালেঞ্জ জানালেন রাহুল ছবি: সংগৃহীত

ঢাকা: কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দোষী হলে সরকার তাকে জেলে পুরে দেখাক।

সাম্প্রতিক সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিজেপি ও আরএসএস নেতাদের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লীতে কংগ্রেসের এক জনসভায় ভাষণে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।



ইন্দিরা গান্ধীর ৯৮তম জন্মবাষির্কী উপলক্ষে যুব কংগ্রেস এ জনসভার আয়োজন করে।

রাহুল মোদীকে উদ্দেশ্য করে বলেন, সরকার ‍আপনার। সরকারের সব সংস্থা আপনার নিয়ন্ত্রণে। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করুন। অভিযোগ প্রমাণিত হলে আমাকে ছয় মাস জেলে রাখুন।

তিনি বলেন, আপনার লোকদের আমার ও আমার পরিবারের দিকে কাদা ছুড়তে নিষেধ করুন। তারা বাবা ও মায়ের বিরুদ্ধেও অভিযোগ করছে। আমি ছোট থেকেই এসব দেখে আসছি।

সম্প্রতি বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী যুক্তরাজ্যে একটি প্রতিষ্ঠান চালুর সময় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।