ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় গাড়িতে বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
তিউনিসিয়ায় গাড়িতে বিস্ফোরণে নিহত ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের একটি গাড়িতে বিস্ফো‍ণের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতেই এ তথ্য জানায়।

ওই গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে কিনা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ালিদ লওগুইনি জানান, এটি একটি সন্ত্রাসী হামলা ছিলো।

এ ঘটনায় তিউনিসিয়ার প্রেসিডেন্ট সারাদেশে জরুরি অবস্থা ও রাজধানীতে কারফিউ ঘোষণা করেছেন।

তিউনিসায়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।

দেশটির প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি এ প্রসঙ্গে জানান, তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন।

দেশটির সরকার পর্যটন শিল্প রক্ষা এবং উদীয়মান গণতন্ত্র সুরক্ষায় জঙ্গি সহিংসতার বিরুদ্ধে চেষ্টা অব্যাহত রেখেছে। চলতি বছরের প্রথম দিকে বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫/ আপডেট: ০৯২১ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।