ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহী হামলায় রুশ মেরিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সিরিয়ায় বিদ্রোহী হামলায় রুশ মেরিন সেনা নিহত

ঢাকা: সিরীয় বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে এক রুশ মেরিন সেনা। তুর্কি হামলায় বিধ্বস্ত একটি রুশ প্লেনের পাইলটদের উদ্ধার অভিযানে গিয়ে নিহত হয় ওই মেরিন সেনা।



মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তের খুব কাছে বিধ্বস্ত হয় রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধ বিমানটি। পরে বিধ্বস্ত প্লেনের পাইলটদের উদ্ধার করতে রাশিয়ার উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে নামলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সিরীয় বিদ্রোহীরা। এ সময় নিহত হন ওই মেরিন সেনা। এ ছাড়া প্যারাস্যুট দিয়ে নামার সময় বিদ্রোহীদের গুলিতে নিহত হয় প্লেনের দুই ক্রুর একজন।

এ ঘটনায় সিরিয়া সঙ্কটকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তুরস্ককে ‘পেছন থেকে ছুরি’ মারার দায়ে অভিযুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তুরস্কের সঙ্গে বিদ্যমান সামরিক চুক্তিও বাতিল করেছে রাশিয়া। অপরদিকে নিজেদের সদস্য রাষ্ট্র তুরস্কের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সামরিক জোট ন্যাটো।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ওবামাও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপে এরদোগানকে ফোন করে তুরস্কের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়া তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতারও অঙ্গীকার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।