ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত

আফগানিস্তানে ১৩ সেনাকে বন্দি করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আফগানিস্তানে ১৩ সেনাকে বন্দি করলো তালেবান

ঢাকা: আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে কমপক্ষে ১৩ আফগান সেনাকে বন্দি করেছে তালেবান বিদ্রোহীরা। বুধবার তালেবান হামলায় একটি হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হলে এর আরোহী ওই ১৩ সেনাকে বন্দি করে তালেবানরা।

এ সময় নিহত হয় হেলিকপ্টারের আরও তিন আরোহী।
 
হেলিকপ্টারটিতে বিদেশি নাগরিক ছিলো বলে স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে সেখানে কোনো মার্কিন নাগরিক ছিলো না বলে নিশ্চিত করেছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী।

এ ঘটনায় ১৫ জনকে বন্দী করার দাবি করেছেন তালেবান মুখপাত্র দামুল্লাহ ওয়াকিল। তালেবানদের ওপর আফগান বাহিনীর হামলা বন্ধ না হলে ওই বন্দিদের হত্যা করা হবে জানান তিনি।
 
এদিকে মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দুটি বিস্ফোরণে নিহত হয় ছয়জন। এছাড়া গজনীতে এক ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।