ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিরোধী দলীয় এক নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ভেনেজুয়েলায় বিরোধী দলীয় এক নেতাকে গুলি করে হত্যা

ঢাকা: নির্বাচনী প্রচারণার সময় ভেনেজুয়েলায় বিরোধী দলীয় একজন নেতা লুইস ম্যানুয়েল দায়েজকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতাকে গুয়ারিকো প্রদেশের আলতাগ্রাসিয়া দ্য ওরিতুকো এলাকায় গুলি করা হয় বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



দলটির চেয়ারম্যান হেনরি রামোস আলুপ এক টুইট বার্তায় প্রথমে গুলির ঘটনাটি জানান।
আগামী ৬ ডিসেম্বর ভেনেজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫/আপডেট: ১০৩০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।