ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউক্লিয়ার মিসাইলের পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
নিউক্লিয়ার মিসাইলের পরীক্ষা চালাল ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী-২’র সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওড়িষ্যার উপকূলে চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।



ভারতের সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মোট ওজন চার হাজার ছয়শ কিলোগ্রাম। আর এটি পাঁচশ কিলোগ্রামের পারমাণবিক বোমা বহনে সক্ষম।

১১০ সেন্টিমিটার ব্যাসের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য আট দশমিক ৫৬ মিটার। আর এতে লাগানো হয়েছে তরল জ্বালানিতে চালিত সিঙ্গেল স্টেজ ডুয়েল মোটরের ইঞ্জিন।

ভারতীয় বিমান বাহিনীর এই ক্ষেপণাস্ত্রের প্রথম সফল উৎক্ষেপণ করা হয় ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি। পরবর্তী সময়ে ধাপে ধাপে একে আরও আধুনিক করে তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।