ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডোস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

ঢাকা: নাইজেরিয়ার কানো স্টেটে শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মিছিলের আয়োজকদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।



বাংলাদেশ সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক রাজধানী থেকে দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরে ডাকাসোয়া গ্রামে এ নৃশংস হামলা চালানো হয়।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছে মিছিল থেকে বোমাসহ একজনকে আটক করার পর এ হামলার ঘটনা ঘটে।

মুসলিম আন্দোলনের এক নেতা মোহাম্মদ তুরী জানান, এ হামলায় আমরা ২০ জনকে হারিয়েছি ও আরোও ‍অনেকে আহত হয়েছে।

পুলিশ বলেছে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মিছিলের আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫/আপডেট:১১২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।