ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ক্যামেরুনে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যামেরুনের উত্তরাঞ্চলে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দুই নারীর দু’টি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন।



রোববার (২৯ নভেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির উত্তরাঞ্চলের গভর্নর মিডজিইয়া বাকারি জানান, প্রথম হামলাকারী ফটোকল শহরের পার্শ্ববর্তী গ্রাম প্রধানের বাড়ির পাশে বোমা বিস্ফোরণ ঘটায়। অপরজন, একটি ওয়েল্ডিং শপের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়।

ফটোকল শহরে প্রায়ই নাইজেরিয়ার সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলার ঘটনা ঘটে।

প্রায় এক সপ্তাহ আগে চার আত্মঘাতী নারী বোমারুর হামলায় ফটোকল শহরের পাশে পাঁচজন নিহত হন।
গত জুলাই মাস থেকে ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
টিআাই

** ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।