ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ান পাইলটের মরদেহ হস্তান্তরে প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাশিয়ান পাইলটের মরদেহ হস্তান্তরে প্রস্তুতি চলছে

ঢাকা: সিরিয়ার অভ্যন্তরে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায়, নিহত রাশিয়ার পাইলটের মরদেহ হস্তান্তরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।

মস্কোর অনুরোধে মরদেহ হস্তান্তর করা হচ্ছে বলে তিনি রোববার (২৯ নভেম্বর) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে জানান।



ব্রাসেলসে শরণার্থী ইস্যু নিয়ে ইইউ নেতাদের সঙ্গে সভায় যোগ দেওয়ার আগে এ সংবাদ সম্মেলনে দাভুতোগলু বলেন, পুরোপুরি সনাতন প্রথা অনুসরণ করে নিহত পাইলটের দেহ হস্তান্তর করা হচ্ছে।

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় তিনি ‘ব্যথিত’। দুঃখজনক ওই ঘটনা না ঘটলেই ভালো হতো বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার অভ্যন্তরে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে এখন চলছে তীব্র বাগযুদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।