ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) দমনের কর্মসূচি হিসেবে রাশিয়ার চালানো বিমান হামলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।



রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকালে ইদলিব শহরের ১৫ কিলোমিটার দক্ষিণে আরিহা শহরের একটি বাজারে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিন সকালে রাশিয়ান ফাইটার জেট থেকে ক্লাস্টার বোমা বর্ষণ করা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুলরাহমানের দাবি, নিহতের সংখ্যা কমপক্ষে ৬০ জন। এছাড়া আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনও কোনো মতামত পাওয়া যায়নি।

গত ৩০ সেপ্টেম্বর থেকে আইএস দমনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ার বিমান হামলা পরিচালনা করছে রাশিয়া।

আরিহা শহরটি জঙ্গি সংগঠন আল-কায়েদা সমর্থিত নুসরা ফ্রন্টের দখলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫/আপডেট: ১৬১৫ ঘণ্টা
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।