ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী জাহাজডুবি, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী জাহাজডুবি, নিখোঁজ ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজটির ছয় কর্মী।



বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে ইন্দোনেশিয়ার বটম দ্বীপ উপকূলে একটি রাসায়নিক পদার্থবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৫৬০ মেট্রিক টন তেল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় জাহাজটির ছয় কর্মীকে উদ্ধার করা গেলেও বাকি ছয় কর্মী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা।

১০৫ কিলোমিটার লম্বা ও ১৬ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালী বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটগুলোর একটি। এর পশ্চিমে মালাক্কা প্রণালী এবং পূর্বে দক্ষিণ চীন সাগর।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।