ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত মহাসাগরের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ভারত মহাসাগরের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।



শুক্রবার (০৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে চারটা) ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল অস্ট্রেলিয়ার পার্থ থেকে ৩১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড আইল্যান্ড থেকে ১০০০ কিলোমিটার দূরে সমুদ্রতলে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করেনি জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।