ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আজারবাইজানে তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আজারবাইজানে তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২ ছবি: সংগৃহীত

ঢাকা: কাস্পিয়ান সাগরে আজারবাইজান সরকার পরিচালিত একটি তেল উত্তোলন ক্ষেত্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন নিহত হয়েছে। তবে, উদ্ধার করা হয়েছে ৪২ জনকে।



শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কাস্পিয়ান সাগরের আজারবাইজান উপকূলবর্তী গুনেশলি তেল ক্ষেত্রে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৫ ডিসেম্বর) দেশটির তেল শ্রমিক অধিকার সংরক্ষণ কমিটির প্রধান মিরভারি গাখরামানলি এ কথা জানান।

তিনি বলেন, রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সোকার পরিচালিত তেল ক্ষেত্রটির একটি স্থাপনায় অগ্নিকাণ্ড হলে ৩২ শ্রমিকের মৃত্যু হয়। তবে উদ্ধার করা হয় ৪২ জনকে।

সোকারের পক্ষ থেকে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড়ে ওই স্থাপনাটির গ্যাসের পাইপলাইন ছিঁড়ে গেলে সেখানে আগুন ধরে যায়। অব্যাহত প্রবল বাতাসের কারণে আগুনও ছড়াতে থাকে এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। পরে অবশ্য উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।