ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাক্কায় বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রাক্কায় বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত

ঢাকা: সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলায় কমপক্ষে ৩২ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০জনের বেশি।



রোববার (০৬ ডিসেম্বর) দেশটির রাক্কা প্রদেশে এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’র  বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়,  রাক্কা জঙ্গিদের দুর্গ হিসেবে পরিচিত। রোববার রাক্কা প্রদেশের রাজধানী রাক্কা সিটি ও এর আশপাশের কমপক্ষে ১৫টি জায়গায় জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এছাড়া রাক্কা এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও আঘাত হানে মার্কিন জোট বাহিনী।  

ইরাক ও সিরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন এলাক‍ায় জঙ্গি হামলা চালাচ্ছে আইএস।

তাদের দমনে এই দুই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের জোট অভিযান চালাচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যও এই অভিযানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।